হোতাপাড়া বাসস্ট্যান্ডে এক ত্রিমুখী এক্সিডেন্টের ঘটনা ঘটেছে



হোতাপাড়া বাসস্ট্যান্ডে  এক ত্রিমুখী এক্সিডেন্টের ঘটনা ঘটেছে। 




তাকওয়া পরিবহন নামে একটি মিনি বাস ব্রেকফেল করে একটি পার্কিং করা  মোটরসাইকেল এবং যাত্রী তোলার জন্য অন্য আরেকটি দাড়িয়ে থাকা তাকওয়া পরিবহনের পেছনে ধ্বাক্কা দেয়। কেউ মারাত্মক আহত না হলেও মোটরসাইকেল সহ দুইটি গাড়িই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।




SHARE THIS

Author:

Previous Post
Next Post